1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৫:০৪ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

রমজান মাসে যেসব আমল বেশি বেশি করা দরকার

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ২৭৮ পাঠক

পবিত্র রমজান মাস হলো- তাকওয়া অর্জনের মাস। তাকওয়া অর্জনই রমজানের লক্ষ্য ও উদ্দেশ্য। রমজানের একটি আমলের জন্য ৭০ বা তার চেয়েও বেশি নেকি পাওয়া যায় বলে হাদিসে উল্লেখ আছে। সে হিসেবে প্রত্যেক রোজাদারের উচিত বিভিন্ন আমলের মধ্য দিয়ে রমজান কাটানো।

রমজান মাসে সহজে পালনী কিছু আমল হলো-

-ক্রটিমুক্তভাবে রোজা পালন করা।

-সময়মেতা নামাজ আদায় করা।

-সহিহশুদ্ধভাবে কোরআন শেখা, তেলাওয়াত করা, মুখস্থ করার চেষ্টা করা, অপরকে কোরআন পড়া শেখানো এবং কোরআন বোঝা ও আমল করা।

-সময়ের মধ্যে একটু বিলম্বে সাহরি খাওয়া।

-তারাবির নামাজ আদায় করা। পারলে খতমে তারাবিতে অংশ নেওয়া।

-বেশি বেশি আল্লাহর নেয়ামতের শোকরিয়া আদায় করা।

-কল্যাণকর কাজের পরিমাণ বাড়িয়ে দেওয়া।

-শেষ রাতে তাহাজ্জুদ নামাজ পড়া।

-বেশি বেশি দান-খয়রাত করা।

-উত্তম চরিত্র গঠনের অনুশীলন করা। এর অংশ হিসেবে নবী-রাসূলদের জীবনী পাঠ করা।

-রমজানের শেষ দশ দিন ইতিকাফ করা।

-দাওয়াতে দ্বীনের কাজ করা।

-সামর্থ্য থাকলে ওমরা পালন করা।

-লাইলাতুল কদর তালাশ করা।

-বেশি বেশি দোয়া ও কান্নাকাটি করা।

-সময়মতো ইফতার করা ও অন্যকে ইফতার করানো।

-বেশি করে তওবা ও ইস্তিগফার করা।

-যথাযথভাবে হিসাব করে জাকাত দেওয়া।

-ঈদের দিন ফিতরা দেওয়া।

-অপরকে খাবার খাওয়ানো।

-আত্মীয়তার সম্পর্ক উন্নীত করা, তাদের খোঁজ-খবর নেওয়া।

-আল্লাহর জিকির করা।

-মেসওয়াক করা।

-রমজানের বিশেষ তিনটি আমল হলো- ১. কম খাওয়া, ২. কম ঘুমানো ও ৩. কম কথা বলা। এসব মেনে চলা।

-সব ধরণের হারাম থেকে দূরে থাকা।

-চোখ, কান ও জবানের হেফাজত করা।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD