1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
বুধবার, ০৭ জুন ২০২৩, ০৭:৪৮ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

যুক্তরাষ্ট্রের তদন্ত দাবি: সাংবাদিক জুলকারনাইনের ভাইয়ের ওপর হামলা

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ৮৮ পাঠক

মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশস্থ ভারপ্রাপ্ত মুখপাত্র ব্রায়ান শিলা এক বিবৃতিতে বলেছেন, প্রবাসী সাংবাদিক জুলকারনাইনের ভাই মাহিনুরের ওপর হামলার সুষ্ঠু তদন্ত ও বিচারের আহবান ।

রাজধানী মিরপুরে ওই সাংবাদিকের ভাই হামলার শিকার হন। ফলে শুক্রবার (২৫ মার্চ) এ ঘটনার তদন্ত ও বিচারের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের দূতাবাস। দূতাবাসের ভারপ্রাপ্ত মুখপাত্র ব্রায়ান শিলা এক বিবৃতিতে এই আহ্বান জানান।

ওই বিবৃতিতে বলা হয়, জুলকারনাইন সায়ের খানের ভাই মাহিনুর আহাম্মেদ খান গত সপ্তাহে মিরপুরে তার বাড়ির সামনে হামলার শিকার হওয়ার খবরটি ঢাকার মার্কিন দূতাবাস অবগত হয়েছে। তারা এ ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত ও অপরাধীদের বিচারের আওতায় আনা হবে বলে আশা করেন।

এদিকে এ ঘটনায় শুক্রবার মিরপুর মডেল থানায় চারজনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেছেন মাহিনুর আহাম্মেদ খান।

মামলার এজাহারে বলা হয়, গত ১৭ মার্চ রাত ৮টার দিকে মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ায় বাসার সামনের একটি মুদি দোকান থেকে ঘড়ির ব্যাটারি কিনতে বের হয়েছিলে তিনি। পরে বাসার সামনের রাস্তায় হঠাৎ করে চারজন পেছন থেকে তাকে রড ও লাঠি দিয়ে এলোপাথাড়ি মারতে শুরু করেন। তার চিৎকারে আশপাশের লোকজন চলে এলে হামলাকারীরা হুমকি দিয়ে ও ভয় দেখিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে ডিএমপির মিরপুর বিভাগের সহকারী কমিশনার (এসি) হাসান মুহাম্মদ মুহতারিম সাংবাদিকদের বলেন, মাহিনুর আহাম্মেদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। কি কারণে তার ওপর হামলা হয়েছে আমরা তদন্ত করে দেখছি।



এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD