নরসিংদীর মাধবদীতে ঈদ উপহার পেয়ে খুশি শতাধিক ছিন্নমূল শিশু। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভিত্তিক সংগঠন ‘মন বসে না পড়ার টেবিলে’ এর উদ্যোগে এই ঈদ উপহার বিতরণ করা হয়। সোমবার (১০ এপ্রিল) দুপুরে মাধবদী বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে এই ঈদ উপহার নিতে আসেন ছিন্নমূল শিশুরা।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মাধবদী কলেজের কয়েক জন শিক্ষার্থী মিলে ২০১৭ সালে’ মন বসে না পড়ার টেবিলে’ নাম করণ করে ফেসবুক গ্রুপ তৈরী করা হয়। প্রায় এক লাখ ফলোয়ার রয়েছে গ্রুপটিতে। বিভিন্ন সময় সামাজিক কাজ সহ, ছিন্নমূল, হতদরিদ্র শিশুদের শিক্ষা উপকরণ, বস্ত্র, খাদ্য সামগ্রী উপহার ও নগদ অর্থ দিয়ে পাশে দাঁড়ায়। এরই ধারাবাহিকতায় প্রতিবছর বিশেষ দিনগুলোতে উপহার দেয়া হয়। এবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রায় শতাধিক ছিন্নমূল শিশুদের মাঝে ঈদ উপহার, ছেলেদের পায়জামা-পাঞ্জাবী, মেয়েদের সালোয়ার টপস, থ্রী পিস দেয়া হয়।
এতে সংগঠনের প্রধান সমন্বয়ক আহামাদুর রহমান সোহাগের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, রনি খন্দকার, কাউছার আহমেদ, জনি প্রধান, জুনিয়র মাসুদ, মো. মামুম, মোহন আকরাম, এনামুল হক, জুয়েল মিয়া, শামিম আহমেদ, মো. রবিউল মিয়া, মাসুম মিয়া, আল-আমিন মিয়া, রাছেল রাহয়ান প্রমূখ।