নরসিংদীর পলাশে একটি বিদেশি রিভলবার ও ৫ রাউন্ড গুলিসহ রতন বর্মণ নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় ঘোড়াশাল পৌর এলাকার দিঘদা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রতন সদর উপজেলার বীরপুর গ্রামের অশ্বীনি বমর্ণের ছেলে।
পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় ঘোড়াশাল দিঘদা এলাকায় একটি মাছের প্রজেক্টের সামনে সন্দেহজনক দুই ব্যক্তিকে তল্লাশি করতে গেলে পুলিশের ভয়ে তারা দৌঁড়ে পালানোর চেষ্ঠা করে। পরে পুলিশ রতন বর্মণ নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করে। এ সময় তার দেহ তল্লাশি করে একটি বিদেশি রিভলবার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এমদাদুল হক জানান, রতন বর্মণের নামে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে।