আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের প্রতিশ্রুতি আর প্রচার-প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে সিটি কর্পোরেশন এলাকা। পোস্টারে ছেয়ে গেছে প্রতিটি ওয়ার্ডের অলি-গলিসহ সকল সড়ক।
এই নির্বাচনকে ঘিরে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আজমত উল্লাহ খান এর পক্ষে রাতদিন প্রচারণা চালিয়ে যাচ্ছেন দলীয় নেতাকর্মীরা। বর্ষীয়ান এই আওয়ামী লীগ নেতা আজমত উল্লাহ খানের পক্ষে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন ব্যারিস্টার তৌফিকুর রাহমান।
বঙ্গবন্ধু পরিবারের সদস্য, বাংলাদেশ আওয়ামী যুবলীগের অন্যতম কার্যনিবাহী সদস্য, নরসিংদী জেলার বৃহত্তর রায়পুরার কৃতিসন্তান ব্যারিস্টার তৌফিকুর রাহমানের এই গণসংযোগে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ দলীয় সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
ব্যারিস্টার তৌফিকুর রাহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কর্মীদের প্রচারণা অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লাহ খানের বিজয় নিশ্চিত করতে নৌকা প্রতীকের প্রচারণায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিরামহীন প্রচারণা ও গণসংযোগ সহ ভোটারদের দ্বারে গিয়ে ভোট চাইছেন।