বাংলাদেশ পুলিশের ১৩ জেলার পুলিশ সুপারকে (এসপি) বদলি করে নতুন কর্মস্থলে দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।
প্রজ্ঞাপনে নরসিংদী, নীলফামারী, নওগাঁ, শেরপুর, চাঁদপুর, গোপালগঞ্জ, মুন্সীগঞ্জ, কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ, খুলনা, পিরোজপুর, ভোলা ও শরীয়তপুরে নতুন এসপি দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব সিরাজাম মুনিরা। আদেশটি অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে।