1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৫:১৩ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

নরসিংদীর নতুন এসপি মোস্তাফিজুর, কাজী আশরাফুল আজীম ঢাকা মেট্রোপলিটনে

নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
  • প্রকাশের তারিখ | বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ৪৭৫ পাঠক
মোস্তাফিজুর রহমান (বাঁয়ে) ও কাজী আশরাফুল আজীম। ছবি: সংগৃহীত

নরসিংদীর পুলিশ সুপার (এসপি) হিসেবে পদায়ন পেয়েছেন নীলফামারী জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। অন্যদিকে নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার পদে পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পৃথক প্রজ্ঞাপনে এই রদবদলের আদেশ দেয়া হয়েছে।

মোস্তাফিজুর রহমান ২৭তম বিসিএসে অংশ নিয়ে ২০০৮ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন। এরপর ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ময়মনসিংহ, মুন্সীগঞ্জ ও সর্বশেষ প্রায় আড়াই বছর নারায়ণগঞ্জে দায়িত্ব পালন করেছেন।

মোস্তাফিজুর রহমানের বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ী সদর ইউনিয়নের ছালুয়াতলা গ্রামে। ময়মনসিংহ নাসিরাবাদ কলেজ থেকে স্নাতক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি।

এদিকে কাজী আশরাফুল আজীম ২৪তম বিসিএসে উত্তীর্ণ হয়ে ২০০৫ সালের ২ জুলাই বাংলাদেশ পুলিশে যোগ দেন। ২০১৮ সালের ৭ জুন শেরপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পান তিনি। পরে তাকে গাজীপুর জেলার পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ জারি হলেও তা বাতিল করে নরসিংদী জেলায় বদলি করা হয়।

২০২১ সালে ২১ জানুয়ারি নরসিংদীতে কর্মস্থলে যোগ দেন কাজী আশরাফুল আজীম। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতিতে উল্লেখযোগ্য অবদান রাখায় ঢাকা রেঞ্জ থেকে শ্রেষ্ঠ পুলিশ সুপার ও শ্রেষ্ঠ জেলা হিসেবে নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুলকে পুরস্কৃত করে বাংলাদেশ পুলিশ।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD