1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
বুধবার, ০৮ মে ২০২৪, ০৯:০৪ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছিল: কাদের

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ২২৬ পাঠক

পদ্মা সেতু নির্মাণ নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের একটা ‘বড় ভুল বোঝাবুঝি’ হয়েছিল বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এজন্য দেশের কিছু ‘বাঘা বাঘা ব্যক্তিকে’ দোষারোপ করেন তিনি।

মন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাংক চাইলে পদ্মা সেতু একা করতে পারতো। এখানে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। যার সঙ্গে আমাদের দেশের কিছু বাঘা বাঘা ব্যক্তি জড়িত ছিল। এজন্য আমি শুধু বিশ্বব্যাংককে দোষারোপ করি না। এটা একটি বড় ভুল বোঝাবুঝি।’

বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ রোড সেফটি প্ৰজেক্টের উদ্বোধনী অনুষ্ঠানে সেতুমন্ত্রী এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘সড়ক দুর্ঘটনায় দেশে ৩৫ হাজার কোটি টাকার বার্ষিক ক্ষতি হয়। আমাদের ভাবনা অনেক সুদূরপ্রসারী। কিন্তু বাস্তবায়ন খুবই ধীর।’

মন্ত্রী বলেন, ‘আমরা যতই পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেডে এক্সপ্রেসওয়ে বা একদিনে এক শ সেতু উদ্বোধন করি, তারপরও যখন দুর্ঘটনায় খবর দেখি, তখন মনটা বিষন্ন হয়ে যায়। এটা আমাদের জন্য অত্যন্ত বেদনার। আমরা মন্ত্রী হলেও তো মানুষ। এ বিষন্নতার এই দুর্ঘটনা আমাদের মনে প্রতিক্রিয়ার সৃষ্টি করে। এত মেগা প্রজেক্ট, এত উন্নয়ন করার পরও স্বস্তি পাচ্ছিলাম না, এই দুর্ঘটনার কারণে। কেন হবে? আমরা কি এটা এড়াতে পারি না? আমরা এত কিছু করতে পারি, আমরা আমাদের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করতে পারি, এটা কেন পারব না? এটাই হচ্ছে আজ প্রশ্ন।’

সড়ক নিরাপত্তায় বাংলাদেশ রোড সেফটি প্ৰজেক্টে বিশ্বব্যাংকের অর্থায়ন তুলে ধরে মন্ত্রী বলেন, ‘এখানে পাঁচ হাজার কোটি টাকার মধ্যে বেশিরভাগ বিশ্বব্যাংকই ফান্ডিং করছে। আমরা কথা বলি, কাজ করি না। নানাভাবে কাজ বিলম্বিত হয়। কাজেই বিশ্বব্যাংকের যে ফান্ডিং, যে প্রজেক্টের জন্য, এ কাজটি আমরা শপথ নেই, বাস্তবায়নটা যথাসময়ে না হলে দেশের মানুষ বিরক্ত হবে। আমাদের আর সময় নষ্ট করার মত সময় নেই। আমাদের যত দ্রুত সম্ভব কাজে হাত দিতে হবে।’



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD