নরসিংদী জেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল, দোয়া, কেক কাটা ও আনন্দ র্যালির আয়োজন করা হয়।
শুক্রবার(২৩ জুন) নরসিংদী জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে নরসিংদী-১ আসনের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক ও শহর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র মো. কামরুজ্জামান কামরুল-এর সভাপতিত্বে পালন করা এই প্রতিষ্ঠাবার্ষিকী।
এতে নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সসম্পাদ ও পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চুর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী, মধাবদী পৌর মেয়র মোশারফ হোসেন মানিক, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আলহাজ্ব একরামুল ইসলাম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শামীম নেয়াজ প্রমূখ।