সুইডেনে পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে মাধবদীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আহলে সুন্নাত ওয়াল জামায়াত।
শুক্রবার (৭ জুলাই) বাদ জুমা বায়তুল মামুর জামে মসজিদ ও জালপট্টি মসজিদ পৃথক স্থান হতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও মাধবদী আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতৃত্বে আলেম ওলামা ও স্থানীয় মুসুল্লিরা বিক্ষোভ মিছিল করে। কাশিপুর বায়তুল মামুর জমে মসজিদের খতিব মুফতি এহতেশামুল হক কাসেমী ও মুফতি ইসহাক কামাল গাজীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি মাধবদী পৌরসভার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে পোস্ট অফিস মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দের বক্তব্য দেয়ার মাধ্যমে শেষ হয়।
অন্য দিকে মাধবদী জামায়াতের পৌর আমির আমিনুল হক, সেক্রেটারি আজিজুল হক ও জাফরুল্লাহ’র নেতৃত্বে জালপট্টি মসজিদ থেকে মাধবদীর বিভিন্ন রাস্তা পদক্ষিণ করে আবার জালপট্টি মসজিদে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সমাবেশে সুইডেনের পণ্য বর্জনের আহবান জানানো হয়।