২৯ জুলাই ঢাকায় বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচীতে পুলিশ ও আওয়ামীলীগের সন্ত্রাসী বাহিনীর ন্যাক্কারজনক হামলা প্রতিবাদে ’প্রতিবাদ সভা’ করেছে নরসিংদী জেলা বিএনপি। সোমবার (৩১ জুলাই) বিকেলে নরসিংদীর গাবতলীর তিতাস রোডে এই ’প্রতিবাদ সভা’ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরদার সাখাওয়াত হোসেন বকুলের সভাপতিত্বে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী, যুগ্ম আহ্বায়ক দ্বীন মোহাম্মদ দিপু, আকবর হোসেন, আমিনুল হক বাচ্চু, ফাইজুর রহমান ও মহসিন হোসাইন বিদ্যুৎ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, গণআন্দোলনের ডাক দিয়েছে বিএনপি। আমাদের সবার একটাই দাবি ”এক দফা-ভোটাধিকার হরণকারী স্বৈরাচারী, অবৈধ সরকারের পদত্যাগ। আর কোন দফা নেই। জনগণের ভোটাধিকার ও দেশে গণতন্ত্র পুন:প্রতিষ্ঠার করতে এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করবো আন্দোলনের মাধ্যমে।