শোক দিবসে নরসিংদীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষুধি গাছের চারা বিতরণ করেছে নরসিংদী পরিবেশ আন্দোলন নামে একটি সংগঠন। মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে সদরের দড়িনবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে ২ শ গাছের চারা বিতরণ করে তারা।
আয়োজকরা বলছেন, শিশুর হাত ধরে বেড়ে ওঠবে একেকটি চারা, সুন্দর হবে প্রকৃতি ও পরিবেশ এমনটাই লক্ষ এই আয়োজনের। হরিতকি, বহেরা, আমলকি, লিচু, আম, করমচা, গোলাপজাম সহ ৮ প্রজাতির চারা বিতরণ করা হয়।
এসময়, সদর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রিপন চন্দ্র সরকার, নরসিংদী পরিবেশ আন্দোলনের সভাপতি মাইনুল ইসলাম মিরুসহ সংগঠনের এক ডজন কর্মী ,বিদ্যালয়ের শিক্ষক ও অভিবাবকরা উপস্থিত ছিলেন।