নরসিংদী পৌর পার্কে নরসিংদী জেলা নারী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী জেলা উদ্যোক্তাদের মেলা সংগঠন কর্তৃপক্ষের আয়োজনে প্রতি সপ্তাহে শনিবার বিকাল ৩ টা থেকে রাত ৭ টা পর্যন্ত এ মেলা অনুষ্ঠিত হয়। এ মেলায় জেলার বিভিন্ন উপজেলার প্রায় সত্তর জন উদ্যোক্তা অংশ নেন।
মেলা দেখতে ও কেনাকাটা করতে শতশত নারী পুরুষ ও শিশুরা আসে। মেলায় অংশ নেয়া হাসনাবাদ এলাকার নারী উদ্যোক্তা নূসরাত কালেকশন এর স্বতাধীকারী রোজা ইসলাম জানান, আলহামদুলিল্লাহ বেচা বিক্রি ভাল। ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের দেশীয় পণ্য, নকশী কাথা, প্রসাধণী, নকশি পিঠা ও তৈরি পোশাক মেলায় বিক্রি করা হয়।
আয়োজক সালমা বেগম জানান, নরসিংদী জেলার নারী উদ্যোক্তাদের তৈরী পোশাক, হোম মেইড ফুড এবং নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী মেলায় স্টল বসে। আগে পিনাকল স্ট্যান্ডাড স্কুল এন্ড কলেজ মাঠে এ মেলার আয়োজন করা হত।
বর্তমানে নারী উদ্যোক্তার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জায়গা না হওয়ায় পৌর মেয়র এর অনুমতি নিয়ে পৌর পার্কে মেলা চালু করেছি।