জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রাণিবিদ্যা বিভাগ আয়োজিত রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার বিভাগীয় মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বিভাগীয় চেয়ারপারসন অধ্যাপক ড. শেফালী বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বিশেষ অতিথি ছিলেন। সহকারী অধ্যাপক আলিফা বিনতে হক অনুষ্ঠান সঞ্চালনা করেন। রচনা প্রতিযোগিতায় ১০ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।