জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর বালিকাদের খেলায় ফাইনালে উত্তীর্ণ রায়পুরার ৮৯ নং কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
নরসিংদী জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে
মুসলেহ্ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে বৃহস্পতিবার(২১ সেপ্টেম্বর) সকালে মনোহরদীর বাঘবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে তাঁরা ফাইনালে উত্তীর্ণ হয়েছে।
এর আগে রায়পুরার কালিকাপুর প্রাথমিক বিদ্যালয় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে জেলা পর্যায়ে অংশগ্রহণ করে।
খেলায় নির্ধারিত সময়ে কোন দলই গোলের দেখা না পেলে পেনাল্টি শটে যেতে হয়। পেনাল্টি শটে ৪-২ গোলে জয়ী হয়ে কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা পর্যায়ের বালিকা অংশের ফাইনাল খেলা নিশ্চিত করে। ২২ সেপ্টেম্বর দ্বিতীয় ধাপের জয়ী দলের সঙ্গে তাঁরা ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করবেন।
৮৯ নং কালিকাপুর সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা (ভারপ্রাপ্ত) লাইলি বেগম বলেন, আমাদের মেয়েরা খুব কষ্ট করে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে জেলা পর্যায়ের ফাইনালে উত্তীর্ণ হয়েছে। আমি আশাবাদী ফাইনাল জিতে আমরা জয় উদযাপন করবো।