1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
বুধবার, ১৫ মে ২০২৪, ০৭:২৫ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী: গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে না আনসার

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ৯৬ পাঠক

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে গ্রেপ্তারের ক্ষমতা দেয়া হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

সচিবালয়ে বিজয় দিবস উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বুধবার আন্তন্ত্রণালয় সভা শেষে এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আনসারকে গ্রেপ্তারের ক্ষমতা দেয়ার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা একটা মিস ইনফরমেশন, আপনাদের ভুল ধারণা। এ প্রশ্নটা ভুল ধারণার প্রেক্ষিতে করছেন।

‘আনসার বাহিনীকে গ্রেপ্তার করার পারমিশন কখনো দেয়া হয়? আজকেও দেয়া হয়নি এবং কোনো আইন দ্বারা সেটা দেয়ার কোনো ক্ষমতা আমাদের নেই।’

তিনি বলেন, ‘আমাদের ফৌজদারি কার্যবিধির আওতার ভেতরে থেকে সমস্ত আইনশৃঙ্খলা বাহিনীকে কাজ করতে হবে। এ হলো মূল কথা। তাদের যে আইনটি আসছে, সেটি পরীক্ষা-নিরীক্ষার শেষ পর্যায়ে এখানে এসেছে। এটা আমাদের স্থায়ী কমিটিতে গেছে। স্থায়ী কমিটির সদস্যরা এটি পরীক্ষা-নিরীক্ষা করবেন।

‘সেখানে কোনো শব্দ, বাক্য যদি এ ধরনের প্রশ্নের অবতারণা করে তবে সেগুলো কারেকশন হবে। কোনো বাক্য যদি আইনের সঙ্গে সাংঘর্ষিক হয়, তাহলে সেটি তারা পরিশুদ্ধ করবেন। এখানে প্রচলিত আইনের বাইরে যাওয়ার কোনো সুযোগই নেই। যেকোনো বাহিনীকে প্রচলিত ফৌজদারি আইন মেনে কাজ করতে হয়।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমি একটি কথা স্পষ্ট করে বলে দিচ্ছি এখানে ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই। এখানে আমি শুনতে পাচ্ছি অনেক জায়গায় প্রচারিত হচ্ছে এবং বিভিন্ন মিডিয়াতে প্রকাশিত হয়েছে আনসার পুলিশের ক্ষমতা নিয়ে যাচ্ছে, পুলিশের ক্ষমতা আনসার নিয়ে যাচ্ছে; এগুলো প্রপাগান্ডা। সমস্ত মিস ইনফরমেশন। এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। আমরা সবসময় বলি আমাদের দুটো ফোর্সই নিরাপত্তা বাহিনী সদস্য।’

বিজয় দিবসের কার্যক্রম সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সরকারি-বেসরকারি সব ভবনে সঠিক মাপের জাতীয় পতাকা উত্তোলন করা হবে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সাভার যাওয়ার সময় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে। স্মৃতিসৌধ এলাকা সিসিটিভির আওতায় থাকবে। সারা দেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে।’

বিজয় দিবসের প্যারেড সম্পর্কে তিনি জানান, ‘এ বছর জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ হবে না বলে এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে। নির্বাচন সামনে হওয়ায় এখন পর্যন্ত সিদ্ধান্ত প্যারেড অনুষ্ঠান হবে না। প্রধানমন্ত্রী যদি চিন্তা করেন প্যারেড হবে, তাহলে হবে। কেন প্যারেড হবে না, সেই ব্যাখ্যা আমাদের কাছে নেই।’



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD