বিএনপি, জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগের শান্তি সমাবেশে যোগ দিতে নরসিংদী ত্যাগ করেছে জেলা আওয়ামী লীগের নেতাকর্মী সহ দলটির সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। এই জেলার সদর, মাধবদী, শিবপুর, রায়পুরা মনোহরদী পলাশ সহ সকল নেতাকর্মী আজ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এই শান্তি সমাবেশে অংশ নিবেন।
ঢাকা সিলেট মহাসড়ক বয়ে প্রায় শতাধিক যাত্রাবাহী বাসকরে নেতা-কর্মীরা বেলা পৌনে ১২ টার দিকে রাজধানীর উদ্দেশে ছেড়ে যায়। দেখা গেছে নরসিংদী সদর উপজেলার মাধবদীর রাইনওকে মার্কেট ও রাইনাদী তেলে পাম্পে গাড়ি গুলো অবস্থান করে।
এসময় নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী বলেন, আজ আমরা প্রমাণ করব ঢাকা শহর স্বাধীনতার স্বপক্ষে জয়বাংলার শক্তির শহর। এ শহর কোন স্বাধীনতা বিরোধীরা দখল করতে পারবে না। আমার জননেত্রী শেখ হাসিনাকে চতুর্থ বারের মত প্রধানমন্ত্রী দেখবো ইনশাআল্লাহ।
আসন্ন জাতীয় নির্বাচনে নরসিংদী-১ (সদর) আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেন বলেন, বঙ্গুবন্ধু শেখ মজিবুর রহমার এর আর্দশে লালিল বাংলাদেশ আওয়ামী লীগ। আমরা আওয়ামী লীগের শান্তি সমাবেশ ছাড়া কোন হিংশ্র সমাবেশ, আগুন জ্বালাও পোড়াও সমাবেশ বিশ্বাস করি না। আমরা আওয়ামী লীগের শান্তি সমাবেশে যাচ্ছি উন্নয়নের স্লোগান ধরতে। শেখ হাসিনার বাংলাদেশ উন্নয়নের বাংলাদেশ। শেখ হাসিনা সরকার বারবার দরকার।