পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্প উদ্বোধন করতে আজ (১২ নভেম্বর) নরসিংদী আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯ বছর পর নরসিংদীতে প্রধানমন্ত্রীর একদিনের সফর ঘিরে নেতা-কর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।
নরসিংদীর পলাশ উপজেলায় স্থাপিত এশিয়ার সর্ববৃহৎ ঘোড়াশাল সার কারখানার উদ্বোধন শেষে নরসিংদী মুসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে জনসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ উপলক্ষে ‘ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্প’ (ভেন্যু-১), শুভ উদ্বোধন ও সুধী সমাবেশ (ভেন্যু-২) এবং সদর উপজেলার মুসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে আয়োজিত জনসভা (ভেন্যু-৩) মোট তিনটি ভেন্যুতে সাজানো হয়েছে প্রধানমন্ত্রীর কর্মসূচি।
শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানার দেওয়া আমন্ত্রণপত্রে উল্লেখ করা হয়েছে, বেলা ১১টায় সার কারখানার কর্মসূচি শুরু হবে। দুপুর ১২টায় প্রধানমন্ত্রী ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্প কারখানা পরিদর্শন এবং সুধী সমাবেশে বক্তব্য রাখবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন।
এরপর মুসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে আয়োজিত জনসভায় রবিবার দুপুরের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ জনসভায় সভাপতিত্ব করবেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেন।