বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের খুব একটা প্রভাব নেই নরসিংদীতে। এই জেলায় হরতালের বিরুদ্ধে শান্তি সমাবেশ ও প্রতিবাদ মিছিল পালন করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আজ সকাল থেকে হরতাল প্রত্যাখ্যান করে ঢাকা-সিলেট মহাসড়কে এই কর্মসূচী পালন।
দেখা গেছে নরসিংদীর ভেলানগর, পাঁচদোনা মোড়, মেহেরপাড়া মাজার বাসস্ট্যান্ড, মাধবদী বাস্টস্ট্যান্ডে দলীয় নেতাকর্মীরা জড়ো হয়। এর মাঝে শেখেরচর বাবুরহাট সংলগ্ন মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাহবুবুল হাসান এর নেতৃত্বে ঢাকা-সিলেটে মহাসড়কে হরতাল বিরোধি প্রতিবাদ মিছিল ও শান্তি সমাবেশ পালন করা হয়।
এদিকে হরতাল সমর্থনে নরসিংদী মাঠে কেউ নেই, এই জেলায় অনেকটা নিরুত্তাপ ও ঢিলেঢালাভাবে চলছে হরতাল। বিভিন্ন শ্রেণি পেশার লোকজন রিকশা, অটোরিকশাসহ নানা যানবাহনে চড়ে গন্তব্যে যাচ্ছেন। মহাসড়কে দূরপাল্লার বাসসহ অন্যান্য গণপরিবহন তুলনামূলক কম চলাচল করছে। বিভিন্ন শহর ও বাসস্ট্যান্ড গুলোতে সতর্ক অবস্থানে রয়েছে জেলা পুলিশ ও র্যাব সদস্য সহ সাদা পোষাকে আইনশৃঙ্খলা বাহিনী।