ইতিহাস গড়ে প্রথমবারের মতো যুব এশিয়া কাপ ঘরে তুলেছে বাংলাদেশের যুবারা। সদ্য শেষ হওয়া অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছে জুনিয়র টাইগাররা।
শিরোপা নির্ধারণী মঞ্চে আমিরাতকে পাত্তাই দেয়নি বাংলাদেশের। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে আট উইকেটে ২৮২ রান সংগ্রহ করে বাংলাদেশ। লক্ষ্য তাড়ায় ব্যাটিং বিপর্যয়ে ৮৭ রান তুলতেই গুটিয়ে যায় সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশের জয় ১৯৫ রানে।
নিজেদের ইতিহাসে প্রথমবার পেয়েছে এশিয়া কাপ জয়ের স্বাদ। আশিকুর রহমান শিবলির সেঞ্চুরি, রোহানাত দৌলা বর্ষণ আর মারুফ মৃধার দারুণ বোলিং জুনিয়র টাইগারদের করেছে এশিয়ার সেরা দল।
এশিয়ায় সেরা হয়ে বড় আকারের অর্থ পুরস্কারও পেয়েছে বাংলাদেশের যুবারা। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পুরস্কার হিসেবে বাংলাদেশ দলকে ১৫ হাজার মার্কিন ডলার প্রাইজমানি দেওয়া হয়েছে। বাংলাদেশি টাকায় যার মূল্য ১৬ লাখ ৫৮ হাজার টাকার বেশি।
এদিন টাইগারদের হাতে এই অর্থ পুরস্কারটি তুলে দিয়েছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ।
দলকে চ্যাম্পিয়ন করার মিশনে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন আশিকুর রহমান শিবলি। ৫ ম্যাচে ৭৫.৬ গড়ে ৩৭৮ রান করেছেন। এতে ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন তিনি। ফলে প্রাইজমানি হিসেবে পেয়েছেন ৭৫০ ডলার পেয়েছেন এ ডানহাতি ব্যাটার।