1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৯:৩৩ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

রায়পুরায় ট্রাক্টরচাপায় রাজমিস্ত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
  • প্রকাশের তারিখ | রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৭৪ পাঠক

নরসিংদীর রায়পুরায় মোবারক হোসেন(৩০)নামে এক রাজমিস্ত্রী ট্রাক্টরচাপায় নিহত হয়েছেন। নিহত মোবারক উপজেলার আমিরগন্জ ইউনিয়নের হাসনাবাদ পশ্চিমপাড়া গ্রামের আঙ্গুর মিয়ার ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন।

আজ রোববার বেলা ১১টায় আহত অবস্থায় তাকে সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর আগে তিনি ওই এলাকায় ট্রাক্টর ও গাছের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। আজ বা’দ আসর নিহদের দাফন সম্পন্ন করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে মোবারক নিজের বাড়ির কাজের জন্য ট্রাক্টর চালককে ইট আনতে বলেন। চালক ইট বুঝাই ট্রাক্টর নিয়ে আসে। ওই রাস্তাটি খানাখন্দ সুরু হওয়ায় চালককে তিনি সংকেত দেয়ার চেষ্টা করেন। চালক ট্রাক্টরটি চালানোর সাথে সাথে উল্টে গাছের চাপায় তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

থানার উপপরিদর্শক আমিনুল ইসলাম বলেন, নিহতের স্বজনরা লাশ বাড়িতে নিয়ে আসে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাক্টরটি জব্দ করি। নিহতের স্বজদের দেয়া অভিযোগটির আইনগত ব্যবস্থা নেয়ায় প্রক্রিয়া চলছে।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD