মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে দারুণ একটি ফিচার আছে, যা অনেকেই এখনো জানেন না। এখানে আপনি সারাদিন অনলাইনে থাকলেও কেউ জানবে না। অর্থাৎ আপনি অনলাইন থেকে অন্য কারো সঙ্গে কথা বললেও কেউ জানতে পারবে না। ফলে রাত জেগে আপনার যার সঙ্গে মন চায়, তার সঙ্গেই কথা বলুন।
অনলাইন স্ট্যাটাস হাইড করবেন যেভাবে-
* প্রথমে আপনার হোয়াটসঅ্যাপ সেটিংসে যান।
* এবার আপনাকে প্রাইভেসি অপশনে যেতে হবে।
* এখানে আপনি লাস্ট সিন এবং অনলাইনের অপশন দেখতে পাবেন। এটিতে ক্লিক করুন।
* সবার আগে আপনাকে আপনার শেষ দেখা স্ট্যাটাস নোবডি-তে রাখতে হবে। এরপর অনলাইন স্ট্যাটাসও নিজে থেকেই নোবডি হয়ে যাবে।