1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
বুধবার, ১৮ জুন ২০২৫, ০২:৫৮ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

জামিনে কারামুক্ত নরসিংদী জেলা বিএনপির সদস্যসচিব মনজুর এলাহী

নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
  • প্রকাশের তারিখ | বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ৩১১ পাঠক

প্রায় তিন মাস পর জামিনে মুক্তি পেলেন নরসিংদী জেলা বিএনপির সদস্যসচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান মনজুর এলাহী।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে নরসিংদী জেলা কারাগার থেকে মুক্ত হন তিনি।

এর আগে মনজুর এলাহীর আইনজীবী আবদুল বাছেদ ভূইয়ার সুপারিশে বুধবার তার জামিন মঞ্জুর করেন নরসিংদী জেলা ও দায়রা আদালত।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন পলাশ।

বিস্ফোরণ ঘটানো, বিস্ফোরক দ্রব্য উদ্ধার ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে নরসিংদী সদর মডেল থানায় করা এক মামলায় গত বছরের ২৩ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর উত্তরা দিয়াবাড়ী এলাকা থেকে মনজুর এলাহীকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান আদালত।

আইনজীবী আবদুল বাছেদ ভূইয়া ও জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক বলেন, নাশকতার ১৩টি মামলা রয়েছে মনজুর এলাহীর বিরুদ্ধে। সবগুলো মামলায় গায়েবি ও মিথ্যা বানোয়াট। কোনো চার্জশিটে তার নাম নাই।

তারা আরও বলেন, নরসিংদীর জেলা ও দায়রা আদালত এবং অতিরিক্ত দায়েরা আদালত থেকে মনজুর এলাহী ৮টি মামলায় জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন। প্রায় তিন মাস পর আজ বিকেলে কারাগার থেকে বের হলে নেতা-কর্মীরা তাকে ফুলেল মালা দিয়ে বরণ করে নেন।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD