“সোহাগ ভালো ছেলে, আড়াইহাজার উপজেলা চেয়ারম্যান হলে সে ভালো করবে। এই বয়সেই মানুষের জন্য কাজ করার যে তীব্র আকাঙ্ক্ষা তার, দলমত নির্বিশেষে সবাই তাকে পছন্দ করে” ষাটোর্ধ্ব স্থানীয় বাসিন্দা আব্দুল মান্নান মিয়া আজাদ খান সোহাগকে নিয়ে এমন মন্তব্য করলেন। পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা জাহিদুল ইসলাম বলেন, মাননীয় সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু তাকে অত্যন্ত স্নেহ ও ভালোবাসেন। সেও তাঁর (সাংসদ আলহাজ নজরুল ইসলাম বাবু) ভালোবাসার কখনও অমর্যাদা হতে দেয়নি। তরুণ নেতৃত্বে একজন পরিচ্ছন্ন নেতা হিসেবে গোটা উপজেলা তাঁর সুনাম রয়েছে।
এদিকে দ্বাদশ সংসদ নির্বাচন শেষ হওয়ার পর নির্বাচন কমিশন উপজেলা পরিষদ নির্বাচনের তফশিল ঘোষনার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। এ সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর থেকে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাপ শুরু হয়ে গেছে। আসন্ন নির্বাচনে আড়াইহাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হতে চাচ্ছেন আজাদ খান সোহাগ। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ স্থানীয়দের মাঝে ব্যাপক আলোচনা চলছে। উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আজাদ খান সোহাগ বলেন, আড়াইহাজার উপজেলার নির্বাচনে চেয়ারম্যান পদে তিনি নৌকার মাঝি হতে চান। নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন পেলে নির্বাচিত হয়ে মাননীয় সাংসদ আলহাজ নজরুল ইসলাম বাবুর দিক নির্দেশনায় সবার সাথে মিলে-মিশে এক যোগে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন।