আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী এলাকার বঙ্গবন্ধু পাড়ায় একটি মসজিদের উন্নয়ন কাজে এক লাখ টাকা অনুদান দেন সম্ভাব্য আড়াইহাজার উপজেলা চেয়ারম্যান প্রার্থী। আজাদ খান সোহাগ। তিনি একাধারে আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক। স্থানীয় ওই মসজিদটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ থাকায় এলাকাবাসীর উদ্যোগে মসজিদ সংস্কারের কাজ শুরু করা হয়েছে। তারই অংশ হিসেবে আজাদ খান সোহাগ মসজিদের উন্নয়ন কাজের জন্য নগদ অনুদান প্রদান করেছেন। শুক্রবার দুপুরে এ অনুদান প্রদান করা হয়। এসময় স্থানীয়দের পক্ষ থেকে আজাদ খান সোহাগকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়।
আজাদ খান সোহাগ বলেন, বঙ্গবন্ধু পাড়ায় এই মসজিদটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। সামাজিক উদ্যোগে পাঁকা করণ এর কাজ শুরু করা হয়েছে। আমাকে সহযোগিতার কথা জানালে আমি অনুদান দিতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। সবার কাছে আমার পরিবার ও স্বজনদের জন্য দেয়া কামনা করছি। যাতে সবসময় আপনাদের সেবায় নিয়োজিত থাকতে পারি। এ ব্যপারে আমার রাজনৈতিক অভিভাবক বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ নজরুল ইসলাম বাবু এমপি মহোদয় সব সময় আমাকে প্রেরণা জুগিয়ে আসছেন।