প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের জন্য কম খরচে জরুরী এ্যাম্বুলেন্স সেবার সুবির্ধাথে একটি এ্যাম্বুলেন্স প্রদান করলেন পলাশের আবদুল মকিত খা ও মোছাম্মত ফয়জুন্নেছা খানমের পরিবার। রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে পলাশের ডাংগা উচ্চ বিদ্যালয়ের হলরুমে আনুষ্ঠানিক ভাবে ডাংগা ইউনিয়ন পরিষদকে এ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করা হয়। ডাংগা ইউপি চেয়ারম্যান সাবের উল হাই এর সভাপতিত্বে পলাশের সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলিপ চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় এ্যাম্বুলেন্স প্রদানকারী পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, সাবেক রাষ্ট্রদূত বীর মুক্তিযোদ্ধা মমতাজ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মুকারিমুল হক ও বারডেম হাসপাতালের কার্ডিওলজি বিভাগীয় প্রধান ডা: এম মাকসুমুল হক।
এ সময় আরো উপস্থিত ছিলেন, প্রাণ আর এফ এল গ্রুপের নির্বাহী পরিচালক ফজলে রাব্বি, ঘোড়াশাল পৌর মেয়র আল মুজাহিদ হোসেন তুষার ও সাবেক মেয়র শরীফুল হকসহ, বীর মুক্তিযোদ্ধা, ইমাম, শিক্ষক, রাজনীতিবিধ ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা শেষে ইউপি চেয়ারম্যানের হাতে এ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন অতিথিগণ। এর ফলে ইউনিয়নের সাধারণ মানুষ অল্প খরচে এ্যাম্বুলেন্স সেবা গ্রহণ করতে পারবে।