1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
  6. wp-configuser@config.com : James Rollner : James Rollner
  7. wpapitest@config.com : wpapitest :
বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ১০:০৮ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

আজকের শিক্ষার্থীদের হাত দিয়ে দুর্নীতিমুক্ত সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই-দুদক উপপরিচালক

হলধর দাস | নরসিংদী প্রতিদিন-
  • প্রকাশের তারিখ | বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৭৫ পাঠক

নরসিংদীতে শিক্ষার্থীদের মাঝে সততা চর্চা ও সততার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে দুর্নীতি বিরোধী জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৮ ফেব্রুয়ারি দুপুরে নরসিংদী সরকারি কলেজ অডিটরিয়ামে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোস্তাক আহমেদ ভূইয়া। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দুদকের গাজীপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ পরিচালক মোঃ বায়েজিদুর রহমান খান।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, নরসিংদীর সভাপতি মোঃ বশিরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দুদকের সহকারী পরিচালক গাজী মশিউর রহমান, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সূর্য্যকান্ত দাস, প্রফেসর মোহাম্মদ আলী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, নরসিংদীর সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসেন নাজির,কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র মায়মুনা সফি তাহীয়া ও মোহাম্মদ ওয়াহিদুল হাসান প্রমুখ।

প্রধান অতিথির ভাষণে অধ্যক্ষ প্রফেসর মোস্তাক আহমেদ ভূইয়া বলেন, দুর্নীতি মুক্ত সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। প্রত্যেক শিক্ষার্থীকে দুর্নীতিকে প্রশ্রয় না দেয়ার অঙ্গিকার করতে হবে। তাহলেই স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন সহজ হবে।

দুদক উপ-পরিচালক মোঃ বায়েজিদুর রহমান খান বলেন, আমরা আশা করেছিলাম মহান মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশে কোন দুর্নীতি থাকবে না। কিন্তু স্বাধীনতার ৫৩ বছর পরও দুর্নীতি মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার কথা বলতে হচ্ছে । ক্ষুধা মুক্ত, দুর্নীতি মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে আমরা তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমরা যারা আজকের শিক্ষার্থী, তোমরা একেকজন আগামীদিনের এক একটা বাংলাদেশ। আমরা তোমাদের মাধ্যমে আগামীদিনে দুর্নীতিমুক্ত সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই।

এছাড়া, বক্তাগণ নিজ নিজ পরিবার থেকে শুরু করে সমাজের সর্বস্তরে সততা ও নৈতিকতা চর্চার মাধ্যমে দুর্নীতি বিরোধী মনোভাব গড়ে তোলাসহ দুর্নীতিমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়তে সকলের প্রতি আহ্বান জানান। এসময় জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ সহ কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় নরসিংদী সরকারি কলেজের ৭ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD