1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শনিবার, ১২ জুলাই ২০২৫, ০২:২৫ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

স্বাধীনতা দিবসে নরসিংদীতে ড্রোনের সাহায্যে পতাকা উত্তোলন

নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
  • প্রকাশের তারিখ | মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ১৩০ পাঠক

ড্রোনের সাহায্যে পতাকা উত্তোলনসহ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে নরসিংদীতে ব্যতিক্রমী মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিনের কর্মসূচির সূচনা হয়। এরপর পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, ড্রোনের সাহায্যে পতাকা উত্তোলন, দিনব্যাপী চিত্র প্রদর্শনী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং বিনামূল্যে ল্যাপটপ বিতরণসহ নানাবিধ আয়োজনে নরসিংদীতে সম্পন্ন হয়েছে দিবসটির আনুষ্ঠানিকতা।

মঙ্গলবার সকালে শহিদ মুক্তিযোদ্ধা বেদির স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা ও সিভিল সার্জনসহ বিভিন্ন দফতর প্রধানরা এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

পরে, মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে নরসিংদী রোবটিক্স ক্লাবের তৈরি ৮ বাহু বিশিষ্ট বৃহৎ আকৃতির ড্রোনের সাহায্যে পতাকা উত্তোলন করা হয়৷ পর্যায়ক্রমে চলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুচকাওয়াজ। সর্বশেষ ২৪০ জন নারী আইটি প্রশিক্ষণার্থীর হাতে বিনামূল্যে ল্যাপটপ তুলে দেন জেলা প্রশাসক।

নরসিংদী জেলা প্রশাসনের আয়োজনে কর্মসূচির অংশ হিসেবে কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম। এসময় নরসিংদীর পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানসহ জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়াও নরসিংদী জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং যুবলীগের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD