নরসিংদীতে ঈদ-উল ফিতর উপলক্ষে হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে (৩০ মার্চ) পৌর শহরের পূর্ব ব্রাহ্মন্দী এলাকায় হতদরিদ্র শতাধিক পরিবারের হাতে এসব উপহার তুলে দেন আলোকিত নরসিংদী নামে একটি সামাজিক সংগঠন।
এসময় উপস্থিত ছিলেন নরসিংদী সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর কালাম মাহমুদ, নরসিংদী চেম্বার অব কমাস এন্ড ইন্ডাস্ট্রিজ এর পরিচালক রাসেল বিন হাসনাত, আলোকিত নরসিংদীর প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল্লাহ আল মামুন রাসেল, আলোকিত নরসিংদীর সিনিয়র সহ সভাপতি গোষ্টলাল দাস, সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক, সাংগঠনিক সম্পাদক সৌমিক সাহাসহ প্রমুখ।
আলোকিত নরসিংদীর সভাপতি আবদুল্লাহ আল মামুন রাসেল জানান, ঈদ উপলক্ষে তাদের সংগঠনের পক্ষ থেকে এই ঈদ উপহার চলমান থাকবে।