পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু।
শনিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পাশে এ কার্যক্রমের বাস্তবায়ন করে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ। উপহার সামগ্রী বিতরণের পূর্বে দলীয় কার্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয় । এসময় জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল, উপজেলা সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আজাদ খান সোহাগ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির প্রমুখ।
প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরন অনুষ্ঠানে হুইপ নজরুল ইসলাম বাবু এমপি বলেন, সারা বাংলাদেশেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে দরিদ্রমানুষদের ঈদ উপহার বিতরণ করা হচ্ছে। বর্তমান সরকারের শাসনামলে দেশের একটি মানুষও ঈদ আনন্দ থেকে বঞ্চিত না সেজন্যে দলীয় নেতাকর্মী মানুষের দ্বারে দ্বারে গিয়ে ঈদ উপহার পৌছে দিচ্ছে।
এসময় হুইপ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের জন্য সকলের কাছে দোয়া চান।