নরসিংদীতে একুশে টেলিভিশন এর বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। জনপ্রিয় এই স্যাটেলাইট টেলিভিশন এর ২৫ বছর পদার্পণ উপলক্ষে শনিবার (১৩ এপ্রিল) রাতে নরসিংদী প্রেস ক্লাবের মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটা হয়।
নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মো. নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোবারক হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যাপক গোলাম মোস্তফা মিয়া।
বর্ষপূর্তি উদযাপনে স্বাগত বক্তব্য রাখেন, একুশে টেলিভিশনের নরসিংদী জেলা প্রতিনিধি ও নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি বাবু মাখন দাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে একুশে টেলিভিশন পরিবারের ভূয়সী প্রশংসা করে বলেন, বাংলাদেশে একুশে চেতনা ধরে রেখেছে একুশে টেলিভিশন। আজ থেকে ২৪ বছর পূর্বে ‘পরিবর্তনের অঙ্গীকারবদ্ধ’ এই স্লোগানকে সামনে রেখে পথচলা শুরু করে টিভি চ্যালেনটি। আজ তাদের দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। এসময় তিনি একুশে টেলিভিশনের নরসিংদী জেলা প্রতিনিধি বাবু মাখন দাসের উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, নরসিংদী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাক পত্রিকার নরসিংদী প্রতিনিধি বাবু নিবারণ রায়, সাবেক সভাপতি আব্দুর রহমান ভুইয়া, সাবেক সাধারণ সম্পাদক এম এ আওয়াল, সাবেক আহ্বায়ক ও এটিএন বাংলার নরসিংদী প্রতিনিধি বেনুজির আহমেদ প্রমূখ।
এছাড়া নরসিংদীর প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষ উপস্থিত ছিলেন।