ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রভাবের সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বেলা ১১টায় নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘এটা স্থানীয় সরকারের অধীনে নির্বাচন তাই দলীয় প্রতীক না দেওয়ার সিদ্ধান্ত হয়। এখানে কোনো দলীয় প্রভাবের সুযোগ নেই।’
জেলা প্রশাসনের আয়োজনে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।
নরসিংদীর জেলা প্রশাসক ড. বদিউল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম, নরসিংদীর পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা মোহম্মদ রবিউল আলম, স্থানীয় সরকার নরসিংদীর উপ-পরিচালক মৌসুমী সরকার রাখীসহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, র্যাব ও বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ইসি মো. আলমগীর বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ উপজেলা নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। আসন্ন উপজেলা নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশে র্যাব ও বিজিবিসহ সাদা পোশাকে গোয়েন্দা মোতায়েন থাকবে।
তিনি বলেন, নরসিংদী তথা দেশের কোথাও নির্বাচনের পরিবেশ অবনতি হওয়ার আশঙ্কা নেই। যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। এমনকি ওই কেন্দ্রের নির্বাচন বন্ধের নির্দেশনা দেওয়াসহ অপরাধীদের শাস্তি দিতে পারবে নির্বাচন কমিশন।
চার ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। প্রথম ধাপে ১৫২টি উপজেলায় ভোট হবে আগামী ৮ মে। নরসিংদী সদর ও পলাশ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে প্রথম ধাপে।