নরসিংদীর মাধবদী থেকে ১৭ ইঞ্চি লম্বা একটি ওয়ান শুটারগান ও লোহার বাট, ৯ রাউন্ড কার্তুজসহ দুই তরুণকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তারা শুটারগানটি মাধবদীতে বিক্রির জন্য এনেছিল বলে জানান নরসিংদী জেলা গোয়েন্দা শাখার ওসি খোকন চন্দ্র সরকার।
তিনি বলেন, শনিবার রাতে দুই তরুণ নরসিংদীর পার্শ্ববর্তী জেলা ব্রাহ্মণবাড়িয়া থেকে শুটারগানটি নিয়ে আসে মাধবদীতে। পরে গোপন সংবাদের ভিত্তিতে মাধবদী পৌর শহরের আনন্দী চৌরাস্তা মোড়ে অবস্থিত লতিফ ভূঁইয়া মার্কেটের দোকানি দিলিপ মিষ্টান্ন ভান্ডারের ভেতর থেকে তাদের গ্রেফতার করতে সক্ষম হয় ডিবি পুলিশের দল।
গ্রেফতারকৃতরা হলেন মাধবদী থানার নোয়াপাড়া গ্রামের মোহাম্মদ আলী ছেলে মো. আইনাল হক ও একই গ্রামের মো. এরশাদ মিয়ার ছেলে মো. রমজান আলী।
ওসি খোকন চন্দ্র সরকার বলেন, তাদের বিরুদ্ধে পূর্বে কোনো মামলা নেই। তবে এ ঘটনায় মামলা দায়ের করে রোববার বিজ্ঞ আদালতে দেয়া হয়েছে তাদের।