দ্বিতীয় ধাপে আগামীকাল নরসিংদীর মনোহরদী এবং বেলাব উপজেলায় রাত পোহালেই অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। সোমবার (২০ মে) দুপুর থেকে ব্যালট পেপার বাদে অন্যসব নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো হয়েছে কেন্দ্রে কেন্দ্রে। মনোহরদী এবং বেলাব উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে এসব সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাচনে দায়িত্বরত সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তারা।
একটি পৌরসভা এবং ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত মনোহরদী উপজেলায় একশটি কেন্দ্র এবং ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত বেলাব উপজেলায় ৬৩টিসহ মোট ১৬৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে দুই উপজেলার ভোট গ্রহণ। দুই উপজেলায় মোট ৪ লাখ ৯ হাজার ১৩ জন ভোটারের জন্য ৯৯৯টি ভোট কক্ষ প্রস্তুত করা হয়েছে।
মনোহরদীতে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া বেলাব উপজেলায় চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।