নরসিংদীর রায়পুরার শ্রীনিধি রেলস্টেশনের আউটারে ঢাকাগামী কনটেইনারবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। ফলে এই লাইন দিয়ে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সোমবার (২০ মে) দুপুর সাড়ে ১২ টার দিকে রায়পুরার শ্রীনিধি রেলস্টেশনের আউটার মহিষমারা এলাকায় এ ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্রে জানা যায়, সকালে চট্টগ্রাম থেকে একটি কনটেইনারবাহী ট্রেন ঢাকা যাচ্ছিল। নরসিংদীর রায়পুরার শ্রীনিধি রেলস্টেশনের আউটার মহিষমারা এলাকায় পৌঁছলে এর দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়।
বর্তমানে ওই লাইন দিয়ে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। খবর পেয়ে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে।
স্টেশন মাস্টার রেজুয়ান জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। একটি লাইন দিয়ে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে। লাইনচ্যুত হওয়া বগি উদ্ধারের কাজ চলছে।