নরসিংদীর রায়পুরা উপজেলার পাড়াতলীতে প্রতিপক্ষের হামলায় সুমন মিয়া নামে এক ভাইস চেয়ারম্যান প্রার্থী (তালা প্রতীক) নিহত হয়েছেন। তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
বুধবার বিকেলে এ হামলার ঘটনা ঘটে। অপর ভাইস চেয়ারম্যান প্রার্থী আবিদ হাসান রুবেলের সমর্থকরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটাটিং কর্মকর্তা মো. ইকবাল হাসান বলেন, পাড়াতলী ইউনিয়নে ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মাঝে ঝামেলা হয়েছে শুনেছি। সঙ্গে সঙ্গে পুলিশসহ রায়পুরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলামকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে দুপুরের তেমন কোনো বড় ঘটনা ছিল না বলে জানান তিনি। ভাইস চেয়ারম্যান প্রার্থীকে পিটিয়ে হত্যার বিষয়ে জানতে চাইলে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
রায়পুরা থানার ওসি মো. সাফায়েত হোসেন পলাশ বলেন, ঘটনা শুনে পাড়াতলী ইউনিয়নে ফোর্স নিয়ে আসা হয়। তবে ঘটনা সংশ্লিষ্ঠদের বিষয়ে তদন্ত চলছে। পরে বিস্তারিত জানানো হবে।
আগামী ২৯ মে, ৩য় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন। দেশের ৮ বিভাগের ১০টি অঞ্চলে ১১১ উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে। এ ভোটকে সামনে রেখে মাঠে প্রচারণায় ব্যস্ত রয়েছেন প্রার্থীরা।