নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার মেথিকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদীর সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান-আল-আলম। তবে তিনি আহতদের বিষয়ে নিশ্চিত না।
স্থানীয়রা জানান, উপজেলার মেথিকান্দা গ্রামের আবিদ হোসেন রুবেলের সঙ্গে একই গ্রামের সাবেক ইউপি সদস্য হারুনের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এর মধ্যে উপজেলা নির্বাচন চলাকালে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পিটিয়ে হত্যা করে ভাইস চেয়ারম্যান প্রার্থী আবিদ হোসেন রুবেলের সমর্থকরা। এ ঘটনায় হত্যা মামলার পর এলাকা ছাড়েন রুবেল। ওই সময় এলাকার নিয়ন্ত্রণে নেয় হারুনের সমর্থকরা। সন্ধ্যা সোয়া ৬টার দিকে হারুন সমর্থকদের ওপর হামলা চালায়। ওই সময় প্রতিপক্ষ এলোপাতাড়ি গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সহকারি পুলিশ সুপার আফসান-আল-আলম বলেন, খবর পেয়ে থানা পুলিশ, ওসি সাহেবসহ আমি নিজে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে আসি। এছাড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অর্ণবান চৌধুরী স্যারসহ ডিবি পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।