নরসিংদীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট -২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে। শবিবার (২৯ তারিখ) জেলার মুসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়াম মাঠে বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম।
টুর্নামেন্টে জেলার ২০টি দল অংশগ্রহণ করে। উদ্বোধনী খেলায় মনোহরদী সরকারি কলেজ, সবুজপাহাড় মহাবিদ্যালয়কে ৫-০ গোলে পরাজিত করে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোবাশ্বের আলম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (নরসিংদী সদর সার্কেল) কে. এম. শহিদুল ইসলাম সোহাগ, জেলা ক্রীড়া অফিসার ফারজিন আক্তার মুমু, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম ভূইয়া, মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক লাইলী আক্তার এবং অংশগ্রহনকারী কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. বদিউল আলম বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোদের শারীরিক ও মানসিক বিকাশ গড়ে তুলতে হবে। সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকাসক্ত থেকে যুব সমাজকে দূরে রাখতে “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট” আয়োজন একটি সময়োপযোগী পদক্ষেপ। প্রতিভাবান খেলোয়াড়দের তৃণমূল পর্যায় থেকে তুলে আনা এবং সারা বছরব্যাপী ছেলেদের পাশাপাশি মেয়েদের খেলাধুলাও চালু রাখার অভিব্যক্তি প্রকাশ করেন তিনি। এসময়
টুর্নামেন্টের সফল সমাপ্তি কামনা করেন জেলা প্রশাসক।