নরসিংদী রেলস্টেশন এর পশ্চিম পাশে জিরু পয়েন্টে ট্রেনে কাটা পড়ে পথচারীর মৃত্যু হয়েছে। আজ বিকেলে ৫ টা ৫০ মিনিটে চট্টগ্রামগামী সূবর্ণ এক্সপ্রেসে কাটা পড়ে।বিষয়টি নিশ্চিত করেন নরসিংদী রেলওয়ের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শহিদুল্লাহ হিরু।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা বলেন, ট্রেনে কাটা পরে নিহত ষাটার্ধো বয়সি ব্যক্তির নাম মুমিনুল হক ও নরসিংদী ভেলানগর ব্যাংক কলনী এলাকার বাসিন্দা। তিনি রায়পুরার আমিরগঞ্জ নলবাটা স্কুলের অবসর প্রাপ্ত শিক্ষক ছিলেন। আজ বিকেলে রেলস্টেশন সংলগ্ন বাজারে যাচ্ছিলেন। এসময় জিরো পয়েন্ট এলাকায় ২নাম্বার লাইনে ট্রেনে কাটা পরে মারা যায়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন।
রেলওয়ের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শহিদুল্লাহ হিরু বলেন, চট্টগ্রামগামী সূবর্ণ এক্সপ্রেসের নিচে কাটা পড়া ক্ষতবিচ্ছিন্ন মরদেহটি লাইন থেকে উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনের সাথে কথা হচ্ছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ বুঝিয়ে দেয়া হয়।