নরসিংদী পৌর শহরের কাউরিয়াপাড়া থেকে ৩জন মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। আটকৃতরা হলেন পৌরশহরের কাউরিয়াপাড়া মহল্লার সাত্তার মিয়া ছেলে সোহেল মিয়া (৪০), একই শহরের ঘোষপাড়া এলাকার মৃত সিফর আলী ছেলে কবির হোসেন (৪০) ও সাটিরপাড়া (বকুলতলা) এলাকার মোঃ কাশেম মুন্সির ছেলে মোঃ শাহজাহান মিয়া (৪৫)। বিষয়টি আজ সন্ধ্যায় নরসিংদী প্রতিদিনকে নিশ্চিত করেন নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভীর আহম্মেদ। তিনি জানান, এর আগে শুক্রবার (১২ জুলাই) ভোর ৫টার দিকে তাদের আটক করা হয়। তারা নরসিংদী শহরের চিহ্নিত মাদক কারবারী হিসেবে পরিচিত ও একাধিক মামলার আসামি।
ওসি মো. তানভীর আহম্মেদ আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে তাদের আটক করতে নরসিংদীর পুলিশ সুপার স্যারের নির্দেশনায় এই অভিযানে নেতৃত্বদেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কে,এম শহিদুল ইসলাম সোহাগ, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যজিষ্ট্রেট রাজীব দাস, র্যাব-১১ নরসিংদী ক্যাম্পের সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার হাম্মাদ হোসেন সহ মডেল থানা পুলিশ ও র্যাব সদস্যবৃন্দ।
অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) কে,এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, এই অভিযানে তিনি নিজে অংশনেন, শুক্রবার ভোরে আসামী সোহেল মিয়ার বসত ঘর হইতে তিনজন মাদক কারবারীকে আটক করা হয়। এবং তাদের হেফাজত থাকা তিনশত চল্লিশ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করার পর তা জব্দ দেখানো হয়।
অতিরিক্ত পুলিশ সুপার কে,এম শহিদুল ইসলাম সোহাগ আরও বলেন, আটককৃতদের নামে বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। এর মাঝে সোহেল মিয়ার বিরুদ্ধে মাদক মামলা সহ বিভিন্ন আইনে ১২ টি, কবির হোসেন এর বিরুদ্ধে মাদক মামলা সহ বিভিন্ন আইনে ১১টি ও মো: শাহজাহান মিয়ার বিরুদ্ধে মাদক মামলা সহ বিভিন্ন আইনে ১৩ টি মামলা রয়েছে। আটকৃতদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মাদকদ্রব্য আইনে আরেকটি মামলা রুজু করে শুক্রবার বিকেলে নরসিংদীর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।