নরসিংদীতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা করেছে ত্রলীগ-যুবলীগ। এ সময় পুলিশের সামনে লাঠিপেটা করে আন্দোলনকারীদের তাড়িয়ে দেয় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এ সময় জেলা পুলিশসহ আওয়ামী লীগ ও মহিলা আওয়ামী লীগের কিছু সংখ্যক নেতাকর্মীকে সেখানে উপস্থিত দেখা যায়।
পূর্ব ঘোষিত প্রার্থনা ও ছাত্রজনতার গণমিছিল কর্মসূচি নিয়ে শুক্রবার বিকেল ৩টার দিকে সদর উপজেলা মোড়ে নরসিংদী প্রেস ক্লাবের সামনে আসে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা সেখানে উপস্থিত হলে যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগের কর্মীদের বাধার মুখে পড়ে মিছিলটি।
একপর্যায়ে শিক্ষার্থীদের বেধড়ক লাঠিপেটা ও মারধর শুরু করে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এতে কমপক্ষে ১০ জন আন্দোলনকারী আহত হয়। এ সময় পুলিশকে নীরবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
এদিকে নরসিংদী সদর থানার ওসি তানভীর আহমেদ বলেন, আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সামান্য হাতাহাতির ঘটনা ঘটেছে। এটা তেমন কিছু না।