‘রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করুন, সকলে আইন মেনে চলুন থানায় এসে অভিযোগ করুন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর সাতটি থানায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মোতায়েন করা হয়েছে। গত বুধবার থেকে থানাগুলোতে সাধারণ মানুষের অভিযোগ ও সাধারণ ডায়েরি নেওয়া হচ্ছে বলে জানান নরসিংদী জেলা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নরসিংদী জেলা কমান্ড্যান্ট মো. জাহিদুল ইসলাম।
তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পর বিভিন্ন থানা পুলিশ কর্মবিরতি ঘোষণার পর থেকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ও মহামান্য রাষ্ট্রপতির নির্দেশক্রমে আনসার হেড কোয়াটারের দিকনির্দেশনার আলোকে নরসিংদী জেলার বিভিন্ন থানায় ও ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে। নরসিংদী জেলার ২৪টি পয়েন্টে ১২৬ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করেছি।
এছাড়াও মাধবদী থানা, নরসিংদী সদর মডেল থানা, মনোহরদী থানা ও শিবপুর থানাতে ১০জন করে আনসার সদস্য মোতায়েন রয়েছে। তারা আইনশৃঙ্খলা রক্ষা ও থানায় জব্দকৃত মালামাল রক্ষায় কাজ করছে। সেই সঙ্গে কেউ যাতে থানায় ভাংচুর ও অগ্নিসংযোগ করতে না পারে সেজন্য কাজ করছে। তারা থানায় আগত ব্যক্তিদের অভিযোগ শুনছে ও আইনি পরামর্শ দিচ্ছে।
নরসিংদী এলাকার কোথাও চুরি, ছিনতাই, লুটতরাজ হলে থানায় এসে আনসার সদস্যদের কাছে লিখিত অভিযোগ দায়ের করলে আমরা সেগুলো জেলা ম্যাজিস্ট্রেট ও সেনাবাহিনীর সহযোগিতায় ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা সেনাবাহিনী ও জেলা প্রশাসকের সঙ্গে সমন্বয় করে কাজ করছি। নরসিংদী জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা জেলা প্রশাসক কার্যালয়, জেলা জজ কোর্ট, সদর হাসপাতাল ও জেলা হাসপাতালেও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে।