নরসিংদীর সাহেপ্রতাপে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৮৮ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করেছে আনসার সদস্য ও শিক্ষার্থীরা। এ ঘটনায় তিনজনকে আটক করে প্রশাসনের কাছে টাকাসহ হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মো. জাহিদুল ইসলাম।
প্রত্যতক্ষদর্শী শিলমান্দী ইউনিয়ন দলনেতা আনসার সদস্য মো. কাইয়ুম মিয়া বলেন, শনিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সাহেপ্রতাব মোড়ে কর্মরত ছিলাম। এ সময় একটি প্রাইভেটকার সন্দেহ হলে থামিয়ে তল্লাশি করে টাকাগুলো পাওয়া যায়। গাড়িতে থাকা চালকসহ তিনজন যাত্রী ছিলেন। টাকাসহ তাদের আটক করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবগত করি।
আটককৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দুর্ঘাপুর গ্রামের নুরু মিয়ার ছেলে (গাড়ি চালক) জুলহাস মিয়া, একই উপজেলার খড়িয়ালা গ্রামের আবদু মিয়ার ছেলে মনির হোসেন ও জরু মিয়ার ছেলে রাছেল মিয়া। তারা টাকা পাচার করে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় যাচ্ছিলেন।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নরসিংদী জেলা কমান্ড্যান্ট মো. জাহিদুল ইসলাম বলেন, শনিবার সদর উপজেলার সাহেপ্রতাব মোড়ে দুপুর ১২টার দিকে আনসার ভিডিপির সদস্যরা ও ছাত্ররা ট্রাফিকের দায়িত্ব পালন করছিলেন। এ সময় ৮৮ লাখ ৫০ হাজার টাকা, গাড়ির চালক ও অপর দুজনকে আটক করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তাদের বিরুদ্ধে আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন।