1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
  6. wp-configuser@config.com : James Rollner : James Rollner
  7. wpapitest@config.com : wpapitest :
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২২ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

আড়াইহাজারের দুপ্তারায় বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
  • প্রকাশের তারিখ | মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ৩১ পাঠক

কোটা সংস্কার ইস্যুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকার পতনের পর থেকে একটি পক্ষ মানুষের বাড়িঘর ভাঙচুর লুটপাট সহ অগ্নিসংযোগ করেছেন। সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জের বিভিন্ন গ্রাম-গঞ্জের নিপীড়নের শিকার হয়ে বাড়ি ছাড়া আওয়ামীলীগের এমপি-মন্ত্রী, হেভিওয়েট নেতা ও তৃনমূলের ওয়ার্ড পর্যায় নেতাকর্মী সহ শেখ হাসিনা সমর্থক গোষ্ঠিরা। এসব ভোক্তভুগীদের মাঝে ইউপি সদস্য জাহাঙ্গীর আলম ও তার পরিবারের লোকজন জানান, গত ৫ ও ৬ আগস্ট দফায় দাফায় তাদের বাড়িঘর ভাঙচুর লুটপাট করে জ্বালিয়ে দেয় দুর্বৃত্তরা। এখনো তারা আতঙ্কে আছেন। বসত বাড়ি ছেড়ে নির্ঘুম রাত কাটাচ্ছেন।

ভুক্তভোগী ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বলেন, তাদের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের ৭নাম্বার ওয়ার্ডের পাঁচবাড়িরা গ্রামে। সরকার পতনের পর প্রতিহিংসা মূলক ভাবে তাদের বাড়িঘর আসবাবপত্র ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগ করেছে। নগদ ১৫ লাখ টাকা সহ ১০ভরি স্বর্ণ নিয়ে গেছে দর্বৃত্তরা। এতে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি সাধন হয়ে তিনি নিঃস্ব হয়ে গেছে। এসময় তিনি বলেন, সবাই পরিচিত মূখ নিরাপত্তার স্বার্থে কারো নাম প্রকাশ করা হয়নি। তবে প্রয়োজনের আইনের দারস্ত হয়ে দুর্বৃত্তদের নাম সহ মামলা করবো।

জাহাঙ্গীর আলম আরও বলেন, আমার চাচা বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী আব্দুল আওয়ালের নবনির্মিত আবাসিক ভবনে হামলা চালিয়ে ভাঙচুর লুটপাট, অগ্নিসংযোগ করেছে একদল দুর্বৃত্ত। এসময় তার বাড়ি ঘরের একই অবস্তা করেস। দৃর্বৃত্তদের বাধা দিতে গেলে আমাদের মারধর করে। পরে জীবন বাঁচাতে আড়ালে চলে যাই আমারা।

ভুক্তভোগী পরিবারের সদস্যদের দাবি দুস্কৃতকারীদের আইনের আওতায় এনে সঠিক বিচার করা হয়। এবং ক্ষতিগ্রস্ত নিরহ পরিবারের প্রতি যেন অন্তবর্তী সরকার সদয় হয়।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD