এইচএসসির স্থগিত পরীক্ষার প্রকাশিত রুটিন নিয়ে আগামীকাল মঙ্গলবার (২০ আগস্ট) চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
সোমবার (১৯ আগস্ট) রাতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার খবরের কাগজকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘কয়েক দিন ধরে পরীক্ষার্থীরা অটো পাসের দাবিতে বিক্ষোভ, অবস্থান ও শিক্ষা বোর্ডে তালা দেওয়ার পর শিক্ষা মন্ত্রণালয়ে সভা আহ্বান করা হয়েছে। পরীক্ষার্থীদের দাবির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়কে জানানো হয়েছে। আগামীকাল দুপুর ১টায় শিক্ষা উপদেষ্টা, সচিবসহ সংশ্লিষ্টদের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
গত ৩০ জুন এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এরপরই সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পরে ১৮ জুলাই থেকে কয়েক দফায় পরীক্ষা স্থগিত করা হয়। সর্বশেষ ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে সরকার পতনের সময় সংহিংসতায় বিভিন্ন থানায় রক্ষিত পরীক্ষার সরঞ্জামাদি ক্ষতিগ্রস্ত হয়। ফলে আবার ১১ সেপ্টেম্বর থেকে পরীক্ষা নেওয়ার জন্য রুটিন প্রকাশ করা হয়। কিন্তু আন্দোলনে সহপাঠীরা আহত হয়েছে উল্লেখ করে পরীক্ষা বাতিল করে অটো পাসের দাবি জানায় শিক্ষার্থীরা।