দেশের শীর্ষস্থানীয় মিডিয়া হাউস ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের (পিএলসি) গণমাধ্যমগুলোর অফিসে হামলা ও ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন করেছে নরসিংদী জেলায় কর্মরত সাংবাদিকেরা। আজ মঙ্গলবার বেলা ১১ টায় নরসিংদী প্রেসক্লাবের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সাংবাদিকরা বলেন, সংবিধানের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম। যাদের মাধ্যমে দেশের প্রতিচ্ছবি, দুর্নীতি, সমাজ ও রাষ্ট্র সংস্কার হয়, সেই গণমাধ্যমে হামলা করে তারা কারা? এসময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও তথ্য উপদেষ্টার কাছে দাবি জানিয়ে সাংবাদিকেরা বলেব, এই দুষ্কৃতীকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হউক। যাতে পরবর্তীতে কোন গণমাধ্যমের উপর হামলার সাহস কেউ না পায়।
প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন ইউএনবি’র প্রতিনিধি আসাদুল হক পলাশ, দৈনিক সময়ের মুক্তচিন্তা পত্রিকার সম্পাদক জয়নুল আবেদীন, ইন্ডিপেন্ডেন্ট টিভির নরসিংদী প্রতিনিধি আসাদুজ্জামান রিপন, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আইয়ুব খান সরকার, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার আশিকুর রহমান পিয়াল, এখন টেলিভিশনের স্টাফ রিপোর্টার রাকিবুল ইসলাম, ডেইলি স্টার পত্রিকার নিজস্ব সংবাদদাতা জাহিদুল ইসলাম জয়, কালের কন্ঠের নরসিংদী প্রতিনিধি মনিরুজ্জামান, নিউজ ২৪ এর নরসিংদী প্রতিনিধি হৃদয় খান প্রমুখ।