কোটা সংস্কার আন্দোলনে নরসিংদীতে দুষ্কৃতিকারীদের দেওয়া আগুনে মাধবদী পৌরভবনসহ গুরুত্বপূর্ণ সব নথিপত্র পুড়ে গেছে। পৌর নাগরিক সেবা ব্যাহত হওয়ার এক মাস পর থেকে নাগরিক সেবা দিতে বসেছেন পৌর কর্মকর্তারা। গত রোববার স্থানীয় সরকার বিভাগ দেশের সব মেয়রকে অপসারণ করেন। পৌরসভাগুলোতে নাগরিকসেবা দিতে নিয়োগ করেছেন পৌর প্রশাসক।
সরেজমিন মঙ্গলবার দুপুরে মাধবদী পৌর কার্যালয়ে গিয়ে দেখা যায়, পুড়ে যাওয়া পৌর ভবনটি সংস্কার করতে কাজ করছে শ্রমিকরা। এ সময় একজন কর্মকর্তা তাদের দিক নির্দেশনা দিচ্ছেন। দেয়ালে লাগা পোড়া ক্ষতগুলো, নতুন করে রঙ করতে ঘসামাজা করা হচ্ছে। এ সময় দোতলায় গিয়ে দেখা যায়, ভবনের সবগুলো কক্ষ আগুনের পুড়ে তছনছ। এ ভবনে থাকা হলরুমটি প্রাথমিক ধোয়ামুছা করে পৌর কর্মকর্তারা নাগরিক সেবা দিচ্ছেন।
ট্রেড লাইসেন্সে শাখার এক কর্মকর্তা বলেন, আমরা প্রাথমিকভাবে আজ সেবা দিতে বসেছি। সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা সবাই উপস্থিত হয়ে কাজ শুরু করেছি। সেবা গ্রহীতা কিছুটা কম ও তবে আমরা পৌরবাসির সার্বিক সেবা দিতে প্রস্তুত রয়েছি।
পৌরসভার সচিব খান মো. ফরাবি বলেন, নতুন করে প্রশাসক নিয়োগ হয়েছে। এই পৌরসভায় ৪০জন কর্মকর্তা-কর্মচারীসহ লেবার-ট্রাফিক সহ অন্যান্য চুক্তিবিক্তিক জনবল রয়েছে। দেশের প্রথম সারির পৌরসভা হিসেবে মাধবদী পৌরসভা সেবা প্রধান করে আসছিল। পৌরবাসীর সহযোগিতায় আমরা কাজ করতে বদ্ধপরিকর
মাধবদী পৌরসভার প্রশাসক হিসেবে নরসিংদী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোবাশ্বের আলমকে দায়িত্ব দেওয়া হয়েছে।
তিনি বলেন, আজ পৌর কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে নাগরিক সেবা দিতে। যেহেতু পৌরসভার গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে। আমরা প্রাথমিকভাবে অনলাইন ডাটাবেজ ধারে সেবা প্রদান করছি।
তিনি আরো বলেন, ক্ষতিগ্রস্ত পৌর ভবনটি সংস্কার করার জন্য সংশ্লিষ্ঠদের সঙ্গে কথা বলা হয়েছে। পৌর কার্যালয় সংস্কার কাজের প্রক্রিয়া চলমান।