নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী গ্রুপের প্রতিষ্ঠান গাজী টায়ার কারখানায় আগুন লাগার ঘটনায় এখনো পর্যন্ত ১৫৮ জনের নিখোঁজের তালিকা করেছে ফায়ার সার্ভিস। এদের মধ্যে কেউই কারখানার শ্রমিক নন বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ।
ধারণা করা হচ্ছে, তারা কারখানা লুটপাট কিংবা অন্য কোনো কাজে কারখানায় এসেছিলেন।
সোমবার (২৬ আগস্ট) দুপুর ২টায় সরেজমিনে দেখা যায়, কারখানার চারটি ভবনের মধ্যে তিনটি পুড়ে গেছে। আরেকটিতে এখনো আগুন জ্বলছে। পুড়ে যাওয়া কারখানার সামনে নিখোঁজদের স্বজনরা ভিড় জমালে ফায়ার সার্ভিস নিখোঁজদের তালিকা তৈরির উদ্যোগ নেয়। বিকেল পৌনে ৩টা পর্যন্ত ১৫৮ জন নিখোঁজের তালিকা করেছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (ঢাকা) লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিম জানান, স্বজনদের দাবির প্রেক্ষিতে প্রাথমিক এই তালিকা করা হচ্ছে। তালিকা করার পর তা পুলিশকে দেওয়া হবে। পুলিশ তদন্ত করে এ বিষয়ে চূড়ান্ত তথ্য জানাবে। আগুন নেভানোর পর ফায়ার সার্ভিস পুড়ে যাওয়া ইউনিটগুলোতে তল্লাশি করবে।
বিকেল ৪টা পর্যন্ত এই ঘটনায় কোনো নিহতের খবর পাওয়া যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা।
এদিকে নিখোঁজদের খোঁজে কারখানার বাইরে ও ভেতরে স্বজনরা ভিড় জমিয়েছেন। কান্নায় ভেঙ্গে পড়ছেন তারা।
কারখানার সহকারী মহাব্যবস্থাপক সাইফুল ইসলাম জানান, গত ৫ আগস্ট কারখানায় হামলার পর থেকে কারখানাটি বন্ধ রয়েছে। শুধু নিরাপত্তা প্রহরী ছাড়া কারখানায় কেই ছিলেন না। গতকাল (রবিবার) লুটপাটের পর কারখানায় আগুন দেয় দুর্বৃত্তরা।