বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে আন্দোলনে গুলিবিদ্ধের ৩৫দিন পর নিহত মাদরাসার ছাত্র মো. সুমন রহমান অনিক (২১) এর পরিবারকে নগদ দুই লাখ টাকা আর্থিক সহায়তা করেন জামায়াতে ইসলামীর কর্মীরা।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাধবদী শহর ও থানা শাখার আয়োজনে বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকালে মাধবদী পৌর শহরে পালকি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বৈষম্য বিরোধি আন্দোলনে নিহত সুমনের পরিবার সহ জামায়াতে ইসলামীর অন্যান্যকর্মীদের মাঝে ছাত্র শিবির ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নরসিংদী জেলা শাখার আমীর মাওলানা মোসলেহুদ্দীন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাধবদী শহর শাখার আমির আমিনুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নরসিংদী জেলা শাখার সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আমজাদ হোসাইন, মাধবদী থানা শাখার আমীর আব্দুল জব্বার প্রমূখ।