নরসিংদীর পলাশে ডাঙ্গায় প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার বিকেল ৩টার দিকে লাগা এ আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। পরে দীর্ঘ ৩ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
পলাশ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার সাদেকুল বারি বলেন, পলাশ ফায়ার স্টেশনের ২টি ইউনিট এবং মাধবদী ফায়ার স্টেশনের ২টিসহ মোট ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এছাড়া আগুন নেভাতে কোম্পানির নিজস্ব দমকল বাহিনী কাজ করে৷
সাদেকুল বারি আরো বলেন, এখন যে অবস্থায় আছে এই অবস্থায় আগুন আর বাইরে ছড়ানো সম্ভাবনা নেই। আমরা এখনো কাজ করছি, আশা করছি আগুন নিয়ন্ত্রণ রয়েছে।
তবে কিভাবে কি ঘটেছে সেটিও বলা যাচ্ছে না। প্রতিবেদন লেখা পর্যন্ত সন্ধ্যা সাড়ে ৭টি পর্যন্ত ফায়ার সার্ভিসসহ অন্যান্য কর্মীরা ঘটনাস্থলেই রয়েছেন।
এদিকে, প্রাণ-আরএফএল গ্রুপের কারখানা কর্তৃপক্ষে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে আগুনে পোড়া কারখানায় ওয়ান টাইম প্লেট এবং অন্যান্য প্লাস্টিক পণ্য তৈরি হতো । উৎপাদিত পণ্যসহ যন্ত্রপাতি, আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়েছে।